আটক ব্যক্তিরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার রহিমপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে হাফিজুর রহমান কিরণ (৪০) ও রাজশাহী সদর উপজেলার বিল শিমলা গ্রামের আব্দুর রহমানের ছেলে পারভেজ (৩২)।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্রেনজন চাম্বুগং বাংলানিউজকে জানান, বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে ওই দুই ভুয়া সাংবাদিক চাঁদা দাবি করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালেক বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এনটি