বুধবার (২৯ মার্চ) বেলা আড়াইটার দিকে শিশুটি বুড়িগঙ্গায় পড়ে। স্থানীয়রা নদীতে তল্লাশি চালিয়ে রুপনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় মৃত ঘোষণা করেন।
মৃত শিশুর বাবা রঞ্জু সাহা জানান, তারা কামরাঙ্গীচর আচারওয়ালাঘাট এলাকায় থাকেন। রুপন স্থানীয় একটি স্কুলের ৩য় শ্রেণির ছাত্র।
তিনি জানান, বাসার পাশে টোলারঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে যায় রুপন। পরে স্থানীয়রা নদীতে নেমে অনেকক্ষণ চেষ্টার পর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের উপ-পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এজেডএস/জেডএস