বুধবার (২৯ মার্চ) বিকেলে উপজেলার বৈলর এলাকায় ইউএনও আবু জাফর রিপন ‘মোহাম্মদ রাশেদুল ইসলাম সড়ক’ এর উদ্বোধন করেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিনসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গত বছরের ২৯ মার্চ বৈলর এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান ইউএনও মোহাম্মদ রাশেদুল ইসলাম। দুর্ঘটনাস্থলে তার ছবিসহ একটি ম্যুরাল তৈরির কাজও শুরু করা হয়।
প্রয়াত ইউএনও’র প্রথম মৃত্যুবার্ষিকীতে উপজেলা জামে মসজিদে বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এমএএএম/এএসআর