সংবাদ সম্মেলন ড. হাছান মাহমুদ। ছবি: বাংলানিউজ
ঢাকা: জঙ্গি দমনে বিএনপি চেয়ারপারসনের ঐক্যর আহ্বান প্রত্যাখান করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি’র সঙ্গে ঐক্যের প্রশ্নই উঠে না।’
বুধবার (২৯ মার্চ) বিকেলে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংসদীয় কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি।
হাছান মাহমুদ বলেন, বিএনপি জঙ্গির মদদদাতা।
জঙ্গির সঙ্গেই বিএনপি’র বসবাস। তাছাড়া নেতাদের বক্তব্যের স্ব-বিরোধিতা দেখা যায়। তাদের একনেতা মির্জা আব্বাস বলছেন একটা নির্বাচন দিলেই জঙ্গি নির্মূল হবে। আবার খালেদা জিয়া জঙ্গি দমনে ঐক্যের ডাক দেন।
তিনি বলেন, বিএনপি বড় দৈন্যতায় ভুগছে। বিএনপি চেয়ারপারসন জঙ্গি দমনে বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ দিয়েছে। অথচ যে সরকারের আদেশে সেনাবাহিনী কাজ করলো, সেই সরকারকে ধন্যবাদ দিতে ভুলে গেছে।
এ সময় তিনি বিএনপিকে জঙ্গি সংগঠন বলেও আখ্যায়িত করেন।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য নবী নেওয়াজ।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এসএম/আরআইএস/টিআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।