এর মধ্যে পৌর শহরের ৬ নং ওয়ার্ডের বড়হাট এলাকার জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশের বিশেষ ক্রাইম রেসপন্স টিম (সিআরটি) এর সদস্যরা।
অপরদিকে উপজেলার ফতেপুরের নাসিরপুরের বাগানবাড়ির জঙ্গি আস্তানায় এখন অভিযান চালাচ্ছে পুলিশের সোয়াট (স্পেশাল উইপন্স অ্যান্ড ট্যাকটিস টিম) বাহিনীর সদস্যরা।
বুধবার (মার্চ ২৯) সন্ধ্যা ছয়টা থেকেই বড়হাট এর জঙ্গি আস্তানা ঘেরাও করে রাখে সিআরটি'র সদস্যরা। বর্তমানে তারা ভেতরের জঙ্গিদের ব্যস্ত রাখতে তাদের লক্ষ্য করে ‘অ্যাঙ্গেজ ফায়ার’ চালাচ্ছে।
ফতেহপুরের ‘অপারেশন হিটব্যাক’ শেষ করেই বড়হাট এর জঙ্গি আস্তানায় অভিযান চালাবে সোয়াট সদস্যরা। তার পূর্বমুহূর্ত পর্যন্ত বড়হাট এর জঙ্গিদের ব্যস্ত রাখতে ১০/১৫ মিনিট পরপর তাদের লক্ষ্য করে গুলি ছুড়ছেন সিআরটি সদস্যরা।
এদিকে সন্ধ্যার আগেই শক্তিশালী সার্চ লাইটের মাধ্যমে বড়হাট এর জঙ্গি আস্তানা বাড়িটির চারপাশ আলোকিত করে রাখা হয়েছে।
এরই মধ্যে ফতেপুরের অভিযান ‘অপারেশন হিটব্যাক’ শেষের পথে বলে জানিয়েছে সোয়াট এর সূত্র। রাতেই বড়হাট এর আস্তানায় অভিযান চালানো হবে।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
আরআই