বুধবার (২৯ মার্চ) দিবাগত রাত সোয়া ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
পথচারী মানিক দাস জানান, রাতে ধনিয়া কলেজের সামনে সিটি কপোরেশনের একটা ময়লাবাহী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন অজ্ঞাত ওই ব্যক্তি।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া এ খবর নিশ্চিত করেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৩৪২ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এএস/এমসি/এমজেএফ