আত্মসমর্পণ করছে বনদস্যু ‘ছোট রাজু’ বাহিনী (ফাইল ছবি)
বরিশাল: সুন্দরবনের কুখ্যাত জলদস্যু ‘ছোট রাজু’ বাহিনীর প্রধানসহ বেশ কয়েকজন জলদস্যু আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করতে যাচ্ছে। বাহিনীর সদস্যরা তাদের কাছে থাকা দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদও জমা দেবেন।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরের রূপাতলীস্থ র্যাব-৮ এর সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে জলদস্যুরা আত্মসমর্পণ করবেন।
আত্মসমর্পণকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামন খাঁন কামাল ও র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদসহ র্যাবের ঊর্ধতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
র্যাব-৮ এর উপঅধিনায়ক মেজর আদনান কবির বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ০৪১০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এমএস/এমজেএফ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।