বুধবার (২৯ মার্চ) সন্ধা ৬টার দিকে নিজ শয়ন কক্ষে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে তমাল ঘটে।
নিহত তমাল গুলশান নগর এলাকার শরিফুল আবেদীনের ছেলে।
পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।
ওসি গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, বাড়ির সবার অজান্তে নিজ শয়ন কক্ষে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ওই স্কুল ছাত্র। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় ইউডি মামলার প্রস্ততি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ঘন্টা, মার্চ ৩০,২০১৭
এমসি/এমজেএফ