বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ এলাকায় মাছটি আটকা পড়ে।
স্থানীয়রা জানান, জেলে কাসেম আলীসহ কয়েকজন মিলে তিস্তা ব্যারেজ এলাকা নদীতে জাল ফেলেন।
পরে স্থানীয় সাধুর বাজারে বিক্রি করতে নিলে ওই বাজারের ব্যাসায়ী সানোয়ার এক হাজার টাকা কেজি দরে ৫০ হাজার টাকায় মাছটি কিনে নেন।
ক্রেতা সানোয়ার জানান, বড় মাছ দেখে বাজারের ৫০ জন ব্যবসায়ী মিলে মাছটি ক্রয় করে ভাগ করে নিয়েছেন।
বহুদিন পর একটি বড় মাছ ধরতে পেরে খুব খুশি বলেন জানান কাসেম আলীসহ অন্যান্য জেলেরা। তিস্তায় পানি থাকলে এমন মাছ আরও পাওয়া যেত বলেও জানান তারা।
বালাদেশ সময়: ০৪৪৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এমজেএফ