বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন, বড়াইগ্রাম উপজেলার বাজিতপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে সুমন (২৫) ও মহসিন আলীর ছেলে হাসান আলী (৩০)।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান বাংলানিউজকে জানান, সকাল ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে মানিকপুর এলাকায় একটি পুকুর পাড়ে মোটরসাইকেল রেখে মাছের খাবার দিচ্ছিলেন সুমন ও হাসান।
এসময় অজ্ঞাত ৫/৬ জন যুবক এসে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে হাত-পা বেঁধে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এসময় সুমন ও হাসানের চিৎকারে স্থানীয় লোকজন এসে তাদের হাত-পায়ের বাঁধন খুলে দেন।
ওসি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় এখনও কেউ লিখিত অভিযোগ করেননি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ৩০ মার্চ, ২০১৭
আরএ