সিলেট: সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বোমা সদৃশ বস্তু ঘিরে রেখেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ১০টায় স্থানীয়রা দেখে খবর দিলে পুলিশ বস্তুটির চারপাশে মানুষ ও যানচলচল নিয়ন্ত্রিত করে রাখে।
সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বাংলানিউজকে এ তথ্য জানিয়ে বলেন, স্থানীয় এনাম এন্টারপ্রাইজ নামে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে কালো রঙের বোমা সদৃশ বস্তুটি দেখে পুলিশকে খবর দেন দোকান মালিক।
তিনি আরও বলেন, বোমা সদৃশ্য বস্তুটির আশপাশ এলাকা ক্রাইম সিন হিসেবে ঘিরে রাখা হয়েছে।
পুলিশের বোম ডিসপোজাল টিমের সদস্যরা মৌলভীবাজার জঙ্গি আস্তানায় অভিযানে ব্যস্ত থাকায় অন্য বাহিনীর বোম ডিসপোজাল টিমের সদস্যদের আহ্বান করা হতে পারে।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এনইউ/এএ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।