ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
সৈয়দপুরে দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ সৈয়দপুরে দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

সৈয়দপুর (নীলফামারী): ‘দুর্নীতি হলে শেষ-নিজে বাঁচবো, বাঁচবে দেশ’ এই শ্লোগানে নীলফামারীর সৈয়দপুরে দুর্নীতি বিরোধী শপথ নিয়েছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহে দুর্নীতি না করার শপথ নেন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

এ উপলক্ষে সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি লায়ন নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- সৈয়দপুর সরকারি কারিগরী কলেজের অধ্যক্ষ ড. আমির আলী আজাদ। এছাড়াও বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজমল হোসেন, ইউএনও আবু ছালেহ মো. মুসা জঙ্গী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আব্দুল বাসির মিয়া, সৈয়দপুর কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।