ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে আইনানুগ বিয়ে নিশ্চিতকরণ সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
লক্ষ্মীপুরে আইনানুগ বিয়ে নিশ্চিতকরণ সভা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ‘আইনানুগভাবে বিবাহ নিশ্চিতকরণ ও নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই’ শীর্ষক পর্যলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ)  দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) উদ্যোগে জেলা প্রশাসন এ সভা আয়োজন করে।

সভায় প্রধান অতিথি ছিলেন, জিআইইউ’র মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবদুল হালিম।

এ সময় জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আরো ছিলেন- পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল  ইসলাম, সিভিল সার্জন ডা. খালেদ মোস্তফা, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
সভায় বাল্যবিবাহ রোধে সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় কাজীসহ সবাইকে সচেতনতা বৃদ্ধির লক্ষে কাজ করার আহবান জানান উপস্থিত বক্তারা।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
জিপি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।