ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বাসচাপায় নারী শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
গাজীপুরে বাসচাপায় নারী শ্রমিক নিহত

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কুনিয়া তারগাছ এলাকায় বাসচাপায় লাকি আক্তার (২৫) নামের এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাকি বরিশালের বাবুগঞ্জ থানার বকশিচর এলাকার আলমগীর হোসেনের স্ত্রী।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরির্দশক (এসআই) বিনয় কুমার সরকার বাংলানিউজকে জানান, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস লাকি আক্তারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে দুপুরে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় ওই বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যান বলে জানান এসআই বিনয় কুমার।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
আরএস/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।