ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে মাদক মামলায় সোহানুর রহমান সোহাগ (৩২) নামে এক মাদক ব্যবাসয়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো. জাফরোল হাসান আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সোহানুর রহমান সোহাগ কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার কাটারীপাড়া গ্রামের শাহজাহান শেখের ছেলে।

সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৬ নভেম্বর রাতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় একটি বাসে তল্লাশী চালিয়ে দুই প্যাকেট আফিম ও দুই প্যাকেট হেরোইনসহ সোহানুর রহমান সোহাগকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব)। এ ঘটনায় পরদিন ১৭ নভেম্বর র‌্যাবের ডিএডি জাহিদুল ইসলাম সরকার বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানী শেষে বৃহস্পতিবার বিচারক এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।