ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে ২০ মণ জাটকাসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
বরিশালে ২০ মণ জাটকাসহ আটক ৪

বরিশাল: বরিশালের কীর্তনখোলা নদীর বেলতলা খেয়াঘাট এলাকা থেকে ২০ মণ জাটকাসহ চারজনেক আটক করেছে নৌ-পুলিশ। প্রাথমিকভাবে আটকদের নাম জানা যায়নি।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

বরিশাল নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম বলেন, মেহেন্দীগঞ্জ থেকে লঞ্চযোগে জাটকাগুলো বরিশালের উদ্দেশে আনা হচ্ছিলো। লঞ্চ থেকে নেমে চরমোনাই হয়ে ওই চারজন বেলতলা খেয়াঘাটে আসেন। সেখান থেকে নগরে আসার প্রস্তুতিকালে তাদের আটক করা হয়েছে।

আটককদের সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) মো. নাজমুল হুসেইন খানের ভ্রাম্যমাণ আদালতে সোপার্দ করা হলে তাদের অর্থদণ্ড করা হয়। পরে জব্দকৃত জাটকাগুলো দুস্থদের বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭

এমএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।