বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা ১টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে মুছার মা সুফিয়া বেগমের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মুছার ভাই ফখরুল ও তার বোন।
সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা খায়রুল ফজল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
গত শুক্রবার (২৪ মার্চ) থেকে আতিয়া মহলে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। পরদিন অভিযানে যোগ দেন সেনাবাহিনীর প্যারা-কমান্ডোরা। অভিযানে আতিয়া মহলের ভেতরে থাকা ১ নারী জঙ্গি ও ৩ পুরুষ জঙ্গি নিহত হয়। নিহত ৩ পুরুষ জঙ্গির মধ্যে জেএমবির শীর্ষ নেতা সন্ত্রাসী মাঈনুল ইসলাম ওরফে মুছা রয়েছে ধারণা করছে কাউন্টার টেররিজম ইউনিট ও আইন-শৃঙ্খলা বাহিনী।
এর আগে বুধবার (২৯ মার্চ) মর্জিনার মরদেহ সনাক্ত করতে তার বাবার ডিএনএ সংগ্রহ করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এনইউ/জেডএস