ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

মুছার পরিচয় সনাক্তে মায়ের ডিএনএ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
মুছার পরিচয় সনাক্তে মায়ের ডিএনএ

সিলেট: সিলেটে জঙ্গি আস্তানা শিববাড়ির আতিয়া মহলে নিহত জঙ্গিদের মধ্যে মুছার মরদেহ রয়েছে কি-না তা সনাক্তে মা সুফিয়া বেগমের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা ১টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে মুছার মা সুফিয়া বেগমের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মুছার ভাই ফখরুল ও তার বোন।

 

সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা খায়রুল ফজল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

গত শুক্রবার (২৪ মার্চ) থেকে আতিয়া মহলে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। পরদিন অভিযানে যোগ দেন সেনাবাহিনীর প্যারা-কমান্ডোরা। অভিযানে আতিয়া মহলের ভেতরে থাকা ১ নারী জঙ্গি ও ৩ পুরুষ জঙ্গি নিহত হয়। নিহত ৩ পুরুষ জঙ্গির মধ্যে জেএমবির শীর্ষ নেতা সন্ত্রাসী মাঈনুল ইসলাম ওরফে মুছা রয়েছে ধারণা করছে কাউন্টার টেররিজম ইউনিট ও আইন-শৃঙ্খলা বাহিনী।

এর আগে বুধবার (২৯ মার্চ) মর্জিনার মরদেহ সনাক্ত করতে তার বাবার ডিএনএ সংগ্রহ করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।