ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

ওসির আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
ওসির আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা

বগুড়া: বগুড়ার গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম আবদুল্লাহ আল হাসানের (৪৫) আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে।

ওসি’র স্ত্রী রাজিয়া সুলতানা বাদী হয়ে এক নারীসহ অজ্ঞাতনামাদের আসামি করে মামলাটি করেছেন।
 
বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে গাবতলী মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুরুজ্জামান বাংলানিউজকে জানান, বুধবার (২৯ মার্চ) রাতে নিহতের ময়না তদন্ত করা হয়।

এরপর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর ও রাতেই গ্রামের বাড়ি নাটোরের বড়াইগ্রামের কদমতলায় পৌঁছে দেওয়া হয়।
 
পুলিশ সূত্রে জানা গেছে, গাবতলী মডেল থানায় ওসি হিসেবে যোগদানের আগে আ ন ম আবদুল্লাহ আল হাসান পাবনা সদর থানায় কর্মরত ছিলেন। সেখানে তিনি দ্বিতীয় বিয়ে করেন।
 
প্রায় ৪-৫ মাস আগে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার ডিভোর্স হলেও ওই নারী হুমকি দিয়ে আসছিলেন। ১৫-২০ দিন আগেও তিনি গাবতলী থানায় এসে ওসিকে হুমকি দেন।
  
পরিদর্শক (তদন্ত) নুরুজ্জামান জানান, মামলার পর থেকে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
 
বুধবার সকাল ১০টার দিকে থানার অফিসার্স কোয়ার্টারের ভেতরে গলায় ফাঁস দেন ওসি আবদুল্লাহ। উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
  
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এমবিএইচ/আরআর/এএসআর
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।