ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

নাসিরপুরের আস্তানায় ৭-৮ জঙ্গির ছিন্নভিন্ন মরদেহ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
 নাসিরপুরের আস্তানায় ৭-৮ জঙ্গির ছিন্নভিন্ন মরদেহ নাসিরপুরে ব্রিফিং করছেন কাউন্টার টেরোরিজম ই্উনিটের প্রধান মনিরুল ইসলাম; ভিডিও- আবুবকর

নাসিরপুর থেকে: মৌলভীবাজার সদর উপজেলার নাসিরপুরের বাগানবাড়ির জঙ্গি আস্তানায় ৭-৮ জন জঙ্গি নিহত হয়েছে। এই আস্তানায় অভিযান শেষে সেখানে ঢুকে এদের ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

অভিযান শেষে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এ কথা জানিয়েছেন। আত্মঘাতী বিস্ফোরণেই জঙ্গিদের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।



বৃহস্পতিবার (মার্চ ৩০) বিকেল ৫টায় ঘটনাস্থলের কাছেই মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়ন কমপ্লেক্স ভবনে এই অভিযান সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিং করেন মনিরুল ইসলাম।  ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি (‌উপ মহাপরিদর্শক) কামরুল আহসান ও অন্যান্য সিনিয়র পুলিশ কর্মকর্তারা।

নাসিরপুরের ওই জঙ্গি আস্তানায় সোয়াটের অভিযান ‘অপারেশন হিটব্যাক’ প্রাথমিকভাবে শেষ হয়েছে বলে ঘোষণা করেন মনিরুল ইসলাম।  

মঙ্গলবার (২৮ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে শুরু করে ছত্রিশ ঘণ্টারও বেশি সময় পর সাত থেকে আট জন জঙ্গি নিহত হওয়ার মধ্য দিয়ে এই অভিযান শেষ হলো।  

মনিরুল বলেন,  বুধবার (২৯ মার্চ) বিকেলে সোয়াটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর পর অভিযান শুরু করে মধ্যরাতের আগেই জঙ্গিদের কব্জা করে ফেলেন অভিযানকারীরা। ধারনা করছি, পালাবার আর কোনও পথ না পেয়ে রাতেই আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে জঙ্গিরা নিজেদের হত্যা করে। তাদের ছিন্নভিন্ন দেহ এখানে ওখানে পড়ে রয়েছে।

নাসিরপুরের ব্রিফিংয়ে মনিরুল ইসলাম; ছবি- আবু বকর

জঙ্গিরা গোটা বাড়ির বিভিন্ন স্থানে আইইডি ও অন্যান্য বিস্ফোরক ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, যা শনাক্ত করতে সোয়াট টিমের সদস্যরা ড্রোন ব্যবহার করেন বলেন জানান মনিরুল। তিনি বলেন, ওগুলো শনাক্ত করে অতি সতর্কতার সাথে ভেতরে ঢুকেই মরদেহগুলো দেখা যায়।  

জঙ্গিদের পরিচয় এখনই বলা যাচ্ছে না বলে জানান তিনি। তবে সেখানে পুরুষ নারী উভয়ের দেহাবশেষ রয়েছে বলে নিশ্চিত করেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান। এরা নব্য জেএমবির সদস্য হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন বলেও জানান তিনি।

মনিরুল বলেন, সীতাকুণ্ড,  সিলেট ও মৌলভীবাজারের জঙ্গিরা সবাই নব্য জেএমবির সদস্য।

সোয়াট অভিযান শুরুর পর জঙ্গিরা ১২ টি বিস্ফোরণ ঘটায় এমন তথ্য জানিয়ে তিনি বলেন, তাদের আত্মসমর্পণ করার জন্য মাইকিং করা হলে বড় বিস্ফোরন ঘটায়। ধারণা করা হচ্ছে ওই আত্মঘাতী বিস্ফোরণেই তারা সবাই নিহত হয়। ওই বিস্ফোরণে ভবনের দরজাসহ একটি অংশ ধ্বংস হয়।

বাড়ির কেয়ারটেকার জঙ্গিদের সঙ্গে জড়িত কি না এ প্রশ্নে তিনি বলেন, ‘জুয়েল আমাদের সঙ্গেই আছে। সে অনেক তথ্য দিয়ে আমাদের সহায়তা করেছে। সে জঙ্গি সংগঠন বা মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত কিনা, তা বলা যাচ্ছে না। তবে তা খতিয়ে দেখা হবে। ’

অপর প্রশ্নের জবাবে মনিরুল বলেন, ভিতরে দেহগুলো ছিন্নভিন্ন অবস্থায় রয়েছে। কোথাও তাদের হাত পড়ে আছে, কোথাও পা পড়ে আছে, কোথাও মাথা। এ কারণেই তাদেরকে এই মুহূর্তে আলাদাভাবে শনাক্ত করা মুশকিল, বলেন মনিরুল।

মনিরুল আরও জানান, আতিয়ামহলে অভিযানের সময় গত শনিবার সংঘটিত জোড়া বিস্ফোরণের সূত্র ধরেই কাউন্টার টেরোরিজম এর গোয়েন্দারা এই আস্তানার সন্ধান পায়। পরে জেলা পুলিশের সহায়তায় বাড়ি দুটি ঘিরে ফেলা হয়। ওই বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হওয়ার পাশাপাশি আহত হন ৪৪ জন।

আশকোনায় আত্মঘাতী বিস্ফোরণে নিহত যুবকের কাছে থাকা বিস্ফোরক, সীতাকুণ্ড ও আতিয়া মহলের বিস্ফোরকের সঙ্গে নাসিরপুরের বিস্ফোরকের মিল রয়েছে বলেও উল্লেখ করেন মনিরুল।

নাসিরপুরের এই আস্তানাটিকে জঙ্গিরা নিজেদের ‘হাইডআউট’ হিসেবে ব্যবহার করে আসছিলো বলেও জানান মনিরুল।  

নাসিরপুরের অভিযান শেষ হওয়ার পর এখন সোয়াট টিমের সদস্যরা ঘটনাস্থল থেকে ২০ কিলোমিটার দূরে মৌলভীবাজার পৌরশহরের বড়হাটে অবস্থিত অন্য জঙ্গি আস্তানায় অভিযানে যাচ্ছেন বলে জানান মনির।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এমএমকে/আরআই

আরও পড়ুন
** কী হয় বড়হাটে, অপেক্ষায় সবাই
** বড়হাটে থেমে থেমে গুলির শব্দ
** নাসিরপুরে সোয়াটের চূড়ান্ত হানা, গুলি-বোমার শব্দ
** জঙ্গি নিকাশে নাসিরপুরে ‘অপারেশন হিটব্যাক’ এ সোয়াট
** বড়হাটের জঙ্গি আস্তানার আধ কি.মি. এলাকা কর্ডন
** বড়হাটের জঙ্গি আস্তানায় ৩ জঙ্গি!​
** ‘জঙ্গি বাড়ি’র মালিক সাইফুল লন্ডনে ট্যাক্সি চালান​
** বড়হাট-নাসিরপুরে ১৪৪ ধারা, সোয়াটের অপেক্ষা​
** থেমে থেমে গুলি ছুড়ছে জঙ্গিরা
** ২ জঙ্গি আস্তানার বাড়িই এক লন্ডনপ্রবাসীর
** দিনে দেখা যেতো না বাড়ির কাউকে
** মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় অভিযানস্থলে যাচ্ছে সোয়াট
** ২ আস্তানায় এক ডজন জঙ্গি!
** ৩ দিন রেকি করে শনাক্ত বড়হাটের জঙ্গি আস্তানা
** মৌলভীবাজারের ২ আস্তানা থেকেই গুলি-গ্রেনেড ছুড়ছে জঙ্গিরা​
** মৌলভীবাজারে অভিযানস্থলে র‌্যাব-ফায়ার সার্ভিস
** জঙ্গিদের হাতে কোনও জিম্মি নেই!
** মৌলভীবাজারে আস্তানা থেকে গ্রেনেড ছুড়ছে জঙ্গিরা
** দুই আস্তানায় জঙ্গিদের হাতে বিপুল অস্ত্র বিস্ফোরক!
** মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় তৎপরতা আতিয়া মহলের মতোই

**নাসিরপুরে ‘অপারেশন হিটব্যাক’ শেষের পথে, তল্লাশি চলছে
**নাসিরপুরে অভিযান প্রায় শেষ, আস্তানা তল্লাশিতে সোয়াট
**খারাপ আবহাওয়ায় বিলম্বিত বড়হাট জঙ্গি আস্তানার অভিযান

**ছবিতে ঝড়বৃষ্টিতে বিঘ্নিত ‘অপারেশন হিটব্যাক’ এর চিত্র
** নাসিরপুর অভিযান শেষ হলে বড়হাটে অভিযান, ঘটনাস্থলে মনিরুল​
** জঙ্গিদের ছোড়া বোমায় প্রকম্পিত নাসিরপুর

**জঙ্গি আস্তানা, উৎকণ্ঠায় বড়হাটের স্থানীয় বাসিন্দারা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।