ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

আগামীতে জাহাজে বিও‌পি স্থাপন করবে বি‌জি‌বি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
আগামীতে জাহাজে বিও‌পি স্থাপন করবে বি‌জি‌বি রায়মঙ্গল নদী ও আঠারবে‌কি খালের সংযোগস্থলে দ্বিতীয় ভাসমান বিও‌পি উদ্বোধন-ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: জলসীমা দিয়ে চোরাচালান রোধে আগামীতে জাহাজে বিও‌পি স্থাপন করা হবে বলে জা‌নিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বি‌জি‌বি) মহাপ‌রিচালক আবুল হোসেন।

বৃহস্প‌তিবার (৩০ মার্চ) দুপুরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের রায়মঙ্গল নদী ও আঠারবে‌কি খালের সংযোগস্থলে দ্বিতীয় ভাসমান বিও‌পি উদ্বোধনকালে এ কথা জানান তি‌নি।

বি‌জি‌বি মহাপ‌রিচালক বলেন, সদ্য স্থা‌পিত এ ভাসমান বিও‌পি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও চোরাচালান রোধে গুরুত্বপূর্ণ ভূ‌মিকা রাখবে।

এ বিও‌পির ফলে জলসীমার ৩৮ কিলো‌মিটার এলাকা বি‌জি‌বির নজরদা‌রিতে এলো উল্লেখ করে তি‌নি বলেন, এখন জলসীমা আর অর‌ক্ষিত থাকবে না। জলসীমা দিয়ে চোরাচালান, মাদক, নারী ও শিশু পাচার, সুন্দরবনে দস্যুতা রোধে বি‌জি‌বি কার্যকর ভূ‌মিকা রাখতে পারবে।

বি‌জি‌বি মহাপ‌রিচালক বলেন, জলসীমা সুরক্ষায় পর্যায়ক্রমে আরও দু’‌টি ভাসমান বিও‌পি স্থাপন করা হবে।

এসময় আরও উপ‌স্থিত ছিলেন- বি‌জি‌বির যশোর রি‌জিয়ন কমান্ডার ব্রিগে‌ডিয়ার কাজী তৌ‌ফিক, খুলনা সেক্টর কমান্ডার কর্নেল ইকবালসহ বি‌জি‌বির উচ্চপদস্থ কর্মকর্তারা।

প্রসঙ্গত, এর আগে সুন্দরবনের কা‌চিকাটায় ভাসমান বিও‌পি-১ স্থাপন করা হয়। যার ধারাবা‌হিকতায় আঠারবে‌কিতে স্থা‌পিত ভাসমান বিও‌পি-২ এ দু’জন অ‌ফিসারসহ ৩৫ জন বি‌জি‌বি জওয়ান জলসীমা সুরক্ষায় দা‌য়িত্ব পালন করবে।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।