ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

নওগাঁর ৩ উপজেলা থেকে ৪ জেএমবি সদস্য গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
নওগাঁর ৩ উপজেলা থেকে ৪ জেএমবি সদস্য গ্রেফতার

নওগাঁ: নওগাঁর মান্দা, রাণীনগর ও আত্রাই উপজেলা থেকে চার জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ও দুপুরে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বাংলানিউজকে জানান, জেলার মান্দা উপজেলার সৈয়দপুর প‍ূর্বপাড়া গ্রামের কাবিল উদ্দিনের ছেলে মোবারক হোসেন (২৩) ও একই গ্রামের হাবিল উদ্দীনের ছেলে বিদ্যুৎ হোসেন (২২) নামে দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়।

তারা বগুড়া জেলার শেরপুর থানার তালিকাভুক্ত জেএমবির সদস্য। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে তাদের গ্রেফতার করে পরে বিকেলে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়।

অপরদিকে, জেলার রাণীনগরে রুহুল আমিন মোল্লা (৫০) নামে জেএমবির অপর এক সদস্যকে গ্রেফতার করে পুলিশ। রুহুল আমিন মোল্লা উপজেলার সদর ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে। বৃহস্পতিবার ভোরে রাণীনগর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাণীনগর থানার উপ পরিদর্শক (এসআই) শফিকুর রহমান জানান, রুহুল আমিন জেএমবির তালিকাভুক্ত সদস্য। দীর্ঘদিন থেকে তিনি পালিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলায় তাকে দুপুরে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে আত্রাই উপজেলার কাশিয়াবাড়ি গ্রাম থেকে রফিকুল ইসলাম (৪২) নামে আরো এক জেএমবি সদস্যকে বিকেলে গ্রেফতার করে পুলিশ। তিনি ওই গ্রামের লছির মণ্ডলের ছেলে।

আত্রাই থানার ওসি বদরুদ্দোজা জানান, রফিকুল ইসলাম জেএমবির তালিকাভুক্ত সদস্য। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। বিকেলে তাকে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ৩০ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।