ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

উন্নয়নে শেখ হাসিনা দক্ষিণ এশিয়ার রোল মডেল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
উন্নয়নে শেখ হাসিনা দক্ষিণ এশিয়ার রোল মডেল বিআরডিবি অফিস চত্বরে এক সমবায়ী সমাবেশে বক্তব্যে রাখছেন স্বাস্থ্যমন্ত্রী-ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দারিদ্র বিমোচন, স্বাস্থ্য, শিক্ষা ও উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকার দক্ষিণ এশিয়ার রোল মডেল। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনাকে আরও সময় দিতে হবে। তবেই দেশের আর্থ সামজিক ও বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিআরডিবি অফিস চত্বরে এক সমবায়ী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সুনামগঞ্জ ও কুমিল্লার নির্বাচন প্রসঙ্গ টেনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ নির্বাচনে জনগণের দেওয়া রায় আওয়ামী লীগ মেনে নেবে।

এরই ধারাবাহিকতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে যারা ট্রেন মিস করবে জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে।

স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আবু নুর মো. শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- বিশেষ অতিথি সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, পল্লী উন্নয়ন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বিপ্লব মাহমুদ উজ্জ্বল, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য, বিআরডিবির উপ পরিচালক খাদেমুল বাশার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক নুরুল হক প্রমুখ।

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংস্থা ইউসিএ’র চেয়ারম্যান মো. মোকতাল হোসেন।

সমাবেশ শেষে স্বাস্থ্যমন্ত্রী কাজিপুরে জেলা শিল্পকলা আয়োজিত তিন দিনব্যাপী শহীদ এম মনসুর আলী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।