এজন্য বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে অভিযানস্থল ও তৎসংলগ্ন এলাকা রেকি করা হবে। আর সকালে নামা হবে অভিযানে।
সিটি’র এক ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলানিউজকে জানিয়েছেন, রাতে সোয়াট সদস্যদের সঙ্গে নিয়ে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা প্রথমে জঙ্গি আস্তানাটি রেকি করবেন এবং অভিযান পরিকল্পনা সাজাবেন। এসব করতে রাত বেশি হয়ে গেলে আগামীকাল সকালে মূল অভিযান শুরু হতে পারে।
এর আগে, বুধবার (২৯ মার্চ) রাতে নাসিরপুর জঙ্গি আস্তানায় পৌঁছে অভিযান চালায় সোয়াট সদস্যরা। তবে ওই রাতে একটি বড় ধরনের বিস্ফোরণের ফলে জঙ্গি আস্তানা ভবনের একটি অংশ উড়ে যায়। সেসময় অভিযান স্থগিত করা হয় বলে জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে অভিযান শেষ হওয়ার পর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, সিলেটের আতিয়া মহলের বাইরে ঘটানো দুই বিস্ফোরণের সূত্রে মৌলভীবাজারের বড়হাটের জঙ্গি আস্তানার সন্ধার পায় কাউন্টার টেরোরিজম ইউনিট। এরপর এই আস্তানা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে গিয়ে সন্ধান মেলে নাসিরপুরের জঙ্গি আস্তানার।
কিন্তু বড়হাটেয় কম জঙ্গি ও বিস্ফোরক থাকার তথ্যের ভিত্তিতে কিছুটা জটিল ও গ্রামীণ পরিবেশের নাসিরপুর আস্তানায় প্রথমে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই অভিযান পরিচালনার দায়িত্ব দেওয়া হয় সোয়াটকে। অন্য ইউনিট ও সংস্থাগুলো তাদের সহায়তা করে।
বুধবার (মার্চ ২৯) সকাল থেকে পুলিশ-ৠাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য বড়হাটের জঙ্গি আস্তানা ঘিরে রাখে। সন্ধ্যা ৬টায় তাদের সঙ্গে যোগ দেয় সিআরটি। বর্তমানে তারা ভেতরের জঙ্গিদের ব্যস্ত রাখতে ‘অ্যাঙ্গেজ ফায়ার’ চালাচ্ছে।
সন্ধ্যার আগ থেকেই প্রখর সার্চ লাইটের মাধ্যমে বড়হাটের জঙ্গি আস্তানার বাড়িটির চারপাশ আলোকিত করে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এইচএ/
আরও পড়ুন
** কী হয় বড়হাটে, অপেক্ষায় সবাই
**নাসিরপুরের আস্তানায় ৭-৮ জঙ্গির ছিন্নভিন্ন মরদেহ
** বড়হাটে থেমে থেমে গুলির শব্দ
** নাসিরপুরে সোয়াটের চূড়ান্ত হানা, গুলি-বোমার শব্দ
** জঙ্গি নিকাশে নাসিরপুরে ‘অপারেশন হিটব্যাক’ এ সোয়াট
** বড়হাটের জঙ্গি আস্তানার আধ কি.মি. এলাকা কর্ডন
** বড়হাটের জঙ্গি আস্তানায় ৩ জঙ্গি!
** ‘জঙ্গি বাড়ি’র মালিক সাইফুল লন্ডনে ট্যাক্সি চালান
** বড়হাট-নাসিরপুরে ১৪৪ ধারা, সোয়াটের অপেক্ষা
** থেমে থেমে গুলি ছুড়ছে জঙ্গিরা
** ২ জঙ্গি আস্তানার বাড়িই এক লন্ডনপ্রবাসীর
** দিনে দেখা যেতো না বাড়ির কাউকে
** মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় অভিযানস্থলে যাচ্ছে সোয়াট
** ২ আস্তানায় এক ডজন জঙ্গি!
** ৩ দিন রেকি করে শনাক্ত বড়হাটের জঙ্গি আস্তানা
** মৌলভীবাজারের ২ আস্তানা থেকেই গুলি-গ্রেনেড ছুড়ছে জঙ্গিরা
** মৌলভীবাজারে অভিযানস্থলে র্যাব-ফায়ার সার্ভিস
** জঙ্গিদের হাতে কোনও জিম্মি নেই!
** মৌলভীবাজারে আস্তানা থেকে গ্রেনেড ছুড়ছে জঙ্গিরা
** দুই আস্তানায় জঙ্গিদের হাতে বিপুল অস্ত্র বিস্ফোরক!
** মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় তৎপরতা আতিয়া মহলের মতোই
**নাসিরপুরে ‘অপারেশন হিটব্যাক’ শেষের পথে, তল্লাশি চলছে
**নাসিরপুরে অভিযান প্রায় শেষ, আস্তানা তল্লাশিতে সোয়াট
**খারাপ আবহাওয়ায় বিলম্বিত বড়হাট জঙ্গি আস্তানার অভিযান
**ছবিতে ঝড়বৃষ্টিতে বিঘ্নিত ‘অপারেশন হিটব্যাক’ এর চিত্র
** নাসিরপুর অভিযান শেষ হলে বড়হাটে অভিযান, ঘটনাস্থলে মনিরুল
** জঙ্গিদের ছোড়া বোমায় প্রকম্পিত নাসিরপুর