ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে গৃহবধূকে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
চাঁদপুরে গৃহবধূকে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

চাঁদপুর: চাঁদপুরের কচুয়ায় গৃহবধূ তানিয়া হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেল ৩টায় চাঁদপুর জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহম্মদ এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- মামুন (৪০), কামাল হোসেন (৪২), জয়নাল হাজারী (৪৮), মিজান হোসেন (৩৭) ও খোরশেদা আক্তার (৪০)।

তাদের প্রত্যেকের বাড়ির কচুয়া পৌরসভার কোয়া এলাকায়। আসামিদের মধ্যে শুধু খোরশেদা আক্তার পলাতক রয়েছে।

মামলার এজাহারে জানা যায়, ২০০২ সালে কচুয়া পৌরসভার কোয়া এলাকার আনোয়ার হোসেনের সঙ্গে হাজীগঞ্জ তারাপল্লার আবুল হোসেনের মেয়ে তানিয়া আক্তারের বিয়ে হয়। আনোয়ার হোসেন সৌদি প্রবাসী। একপর্যায়ে আনোয়ারের ভাতিজা রাসেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তানিয়া। ২০১১ সালের ২২ এপ্রিল তানিয়া ও রাসেল পালিয়ে সিলেট চলে যান। সেখান থেকে অনেক খোঁজাখুঁজির পর ২৩ এপ্রিল তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর ২৭ এপ্রিল ঘরের আঁড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তানিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। তানিয়াকে মারধর করে হত্যা করা হয়েছে বলে দাবি করে তার বাবা আবুল হোসেন কচুয়া থানায় মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ছিলেন আমান উল্যাহ এবং সরকার পক্ষে এপিপি ছিলেন অ্যাডভোকেট মোক্তার হোসেন অভি।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ৩০ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।