ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

মিরসরাইয়ে রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
মিরসরাইয়ে রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা মহামায়া প্রকল্প পরিদর্শন (ছবি বাংলানিউজ)

ফেনী: চট্টগ্রামের মিরসরাইয়ের একদিকে মহামায়া সেচ প্রকল্প, অন্যদিকে মুহুরী সেচ প্রকল্প, পাশে গড়ে উঠেছে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল। এ তিনটি প্রকল্পসহ পুরো মিরসরাই অঞ্চলকে ঘিরে গড়ে উঠতে পারে পর্যটন কেন্দ্র। ভৌগলিক দিক দিয়ে রয়েছে অপার সম্ভাবনাও।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার মহামায়া প্রকল্প পরিদর্শনে এসে পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এসব কথা বলেন।

এর আগে পনিসম্পদ মন্ত্রী ছাড়াও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু নৌকায় করে মহামায়া লেকের ঝরনাসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠানে বলেন, মহামায়া সেচ প্রকল্পের পানি এ অঞ্চলের কৃষকরা ব্যবহার করে সুফল নিচ্ছেন। আবার এটি সুন্দর একটি পর্যটন এলাকা হিসেবে পরিচিতি পেয়েছে।

পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, মহামায়া লেকের সৌন্দর্য বৃদ্ধি করতে যা যা করা প্রয়োজন সব ধরনের সহয়োগিতা মন্ত্রণালয় থেকে করা হবে।

উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উয়াসমিন আক্তার কাকলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহম্মদ সুমন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পদাক জসীম উদ্দিন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শেখ আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এসএইচডি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।