ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন বিতরণ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ-ছবি: বাংলানিউজ

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের মাঝাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে ক্ষতিগ্রস্ত এলাকায় ঢেউটিন বিতরণ করা হয়।

জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এ ঢেউটিন তুলে দেন।

এসময় ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারের প্রতিটিকে দেড় বান্ডিল করে টেউটিন বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার ও মো. শামীম চৌধুরী, উপজেলার বোতালাগাড়ী ইউনিয়ন পরিষদের ছয় নম্বর ওয়ার্ডের সদস্য মো. হবিবর রহমান হবি ও সাবেক ইউপি সদস্য মো. খয়রাত হোসেন প্রমুখ।

উল্লেখ্য, ২৬ মার্চ বিকেলে সৈয়দপুর উপজেলার চার নম্বর বোতলাগাড়ী ইউনিয়নের মাঝাপাড়ায় অগ্নিকাণ্ডে সাতটি পরিবারের টিনের-খড়ের ঘর, নগদ টাকা, ধান-চাল ও আসবাবপত্র পুড়ে যায়।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।