বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে ক্ষতিগ্রস্ত এলাকায় ঢেউটিন বিতরণ করা হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এ ঢেউটিন তুলে দেন।
এসময় ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারের প্রতিটিকে দেড় বান্ডিল করে টেউটিন বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার ও মো. শামীম চৌধুরী, উপজেলার বোতালাগাড়ী ইউনিয়ন পরিষদের ছয় নম্বর ওয়ার্ডের সদস্য মো. হবিবর রহমান হবি ও সাবেক ইউপি সদস্য মো. খয়রাত হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ২৬ মার্চ বিকেলে সৈয়দপুর উপজেলার চার নম্বর বোতলাগাড়ী ইউনিয়নের মাঝাপাড়ায় অগ্নিকাণ্ডে সাতটি পরিবারের টিনের-খড়ের ঘর, নগদ টাকা, ধান-চাল ও আসবাবপত্র পুড়ে যায়।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
আরবি/