ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

রাজেন্দ্র আশালতা ওয়েলফেয়ার ট্রাস্টের গুণীজন সম্মাননা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
রাজেন্দ্র আশালতা ওয়েলফেয়ার ট্রাস্টের গুণীজন সম্মাননা রাজেন্দ্র আশালতা ওয়েলফেয়ার ট্রাস্টের গুণীজন সম্মাননা-ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে রাজেন্দ্র আশালতা ওয়েলফেয়ার ট্রাস্ট্রের উদ্যোগে গুণীজন সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন রাজেন্দ্র আশালতা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট সমরেশ চন্দ্র রায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহফুজ পারভেজ।

বিশেষ অতিথি ছিলেন-কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন ও একই কলেজের সাবেক অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী, কিশোরগঞ্জ জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহ আজিজুল হক, অ্যাডভোকেট বিজয় শংকর রায়, অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।
 
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রাজেন্দ্র আশালতা ওয়েলফেয়ার ট্রাস্টের মহাসচিব নুতন কুমার চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন শামীমা বেগম রিমা।

রাজেন্দ্র আশালতা ওয়েলফেয়ার ট্রাস্ট্রের উদ্যোগে আলোর পথের যাত্রী সাহিত্যিক-শিক্ষাবিদ প্রফেসর প্রাণেশ কুমার চৌধুরীকে ৬ষ্ঠ বারের মতো এ সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ৩০ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।