ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
না.গঞ্জে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিম আক্তার (২৩) নামে এক গৃহবধূর পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী মঞ্জু মিয়াকে (৩০) আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টায় সিদ্ধিরগঞ্জের দক্ষিণ সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিম আক্তার বরিশাল মেহেন্দিগঞ্জ থানার চাত্তারহাট এলাকার আব্দুর সাত্তারের মেয়ে এবং স্বামী মঞ্জু মিয়া সোনারগাঁ উপজেলার বস্তুল এলাকার সালাউদ্দিন মিয়ার ছেলে।

তাদের সংসারে ইয়াছিন মিয়া (১০) ও সাদিয়া আক্তার (৮) নামের দুই সন্তান আছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল হোসেন বাংলানিউজকে বলেন, বিকেলে ছয়তলা ভবনের চারতলায় আগুন লেগেছে স্থানীয়দের এমন খবরে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভানো হয়। পরে ভেতরে ঢুকে বাথরুম থেকে ওই মিম আক্তারের পোড়া মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে।

তিনি আরো বলেন, এ ঘটনায় মঞ্জু মিয়াকে (৩০) আটক কর‍া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে পুড়িয়ে মারার কথা স্বীকার করে তিনি বলেন, মিম আগেই আত্মহত্যা করে মারা যায়। পরে মরদেহ গুম করতে রান্না ঘরের জ্বালানি গ্যাসের পাইপ দিয়ে বাথরুমে গ্যাস দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এসআরএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।