বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) শারমিন আখতার এ আদেশ দেন।
শারমিন আখতার বাংলানিউজকে বলেন, মেয়াদ উত্তীর্ণ ও অযোগ্য খাবার পরিবেশনের অভিযোগে ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানের ২৪ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে- হোটেল মুনকে ১০ হাজার, পরমানা কসমেটিক্সকে চার হাজার, সাচ্চু সু স্টোরকে পাঁচ হাজার, তালুকদার ফার্মেসিকে তিন হাজার ও স্বস্তির ভান্ডারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন- ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক শরিফুল ইসলাম।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এমবিএইচ/এসআরএস/বিএস