ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

ধুনটে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
ধুনটে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়া: ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে বগুড়ার ধুনট উপজেলায় অভিযান চালিয়ে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি)  শারমিন আখতার এ আদেশ দেন।
 
শারমিন আখতার বাংলানিউজকে বলেন, মেয়াদ উত্তীর্ণ ও অযোগ্য খাবার পরিবেশনের অভিযোগে ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানের ২৪ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।


 
প্রতিষ্ঠানগুলোর মধ্যে- হোটেল মুনকে ১০ হাজার, পরমানা কসমেটিক্সকে চার হাজার, সাচ্চু সু স্টোরকে পাঁচ হাজার, তালুকদার ফার্মেসিকে তিন হাজার ও স্বস্তির ভান্ডারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন- ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক শরিফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এমবিএইচ/এসআরএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।