ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে বোমা সদৃশ্য বস্তু ‘বোমা নয়’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
সিলেটে বোমা সদৃশ্য বস্তু ‘বোমা নয়’ বোম্ব ডিসপোজাল টিমের সদস্যরা-ছবি-বাংলানিউজ

সিলেট: সিলেট নগরীর শাহী ঈদগাহ ময়দানে বোমা সদৃশ্য বস্তুটি বোমা নয়। বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমের সদস্যরা পরীক্ষা-নিরীক্ষার পর বুঝতে পারেন এটি বোমা নয়। 

সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য কেউ হয়তো বোমা সদৃশ্য বস্তুটি রেখে গেছে।  

সকাল ১০টায় স্থানীয় ‘এনাম এন্টারপ্রাইজ’ নামের এক ব্যবসা প্রতিষ্ঠানে পাওয়া বোমা সদৃশ্য বস্তুটি পাওয়া যায়।

কালো রংয়ের বোমা সদৃশ বস্তুটি দেখে পুলিশকে খবর দেন দোকান মালিক।  

পরে বোমা সদৃশ্য বস্তুটির আশপাশের এলাকা ক্রাইম সিন হিসেবে ঘিরে রাখে পুলিশ। তবে পুলিশের বোম ডিসপোজাল টিমের সদস্যরা মৌলভীবাজারের জঙ্গি আস্তানায় অভিযানে ব্যস্ত থাকায় সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিমের সদস্যদের ডাকা হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নকল বোমাটি শনাক্ত করেন।  

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এনইউ/আরআর/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।