বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে বরিশাল-পটুয়াখালী সড়কের বুড়িরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিতহ হৃদয় ভরতকাঠি গ্রামের কামাল সিকদারের ছেলে।
নলছিটি থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সুলতান মাহমুদ বাংলানিউজকে জানান, তারা তিন বন্ধু মিলে ভ্যানে চালাচ্ছিলেন। ঢাকা থেকে বরগুনাগামী মেঘনা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে তিনজনই আহত হন। পরে তাদের উদ্ধার করে বরিশাল হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৬টার দিকে হৃদয় সিকদার নিহত হন।
আহত দুইজনকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হৃদয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির ওয়ার্ড মাস্টার আবুল কালাম।
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এমএস/জিপি/টিআই