বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিন ও জোবের আলম এ জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত দুই প্রতিষ্ঠান হলো- তানহা মেডিকেল হল ও ইম্পেরিয়াল মেডিকেল হল।
ময়মনসিংহ জেলা ওষুধ তত্ত্বাবধায়ক সাখাওয়াত হোসেন রাজু বাংলানিউজকে জানান, লাইসেন্স না থাকা ও বিক্রি নিষিদ্ধ বিদেশি ওষুধ রাখার দায়ে তানহা মেডিকেল হলকে ২০ হাজার টাকা এবং বিক্রি নিষিদ্ধ বিদেশি ওষুধ রাখার দায়ে ইম্পেরিয়াল মেডিকেল হলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময় ২১৩০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এমএএএম/জিপি/এএসআর