ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ২ ফার্মেসিকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
ময়মনসিংহে ২ ফার্মেসিকে জরিমানা

ময়মনসিংহ: বিক্রি নিষিদ্ধ বিদেশি ওষুধ রাখার দায়ে ময়মনসিংহের চরপাড়া মোড় এলাকার দুই ফার্মেসিকে পৃথকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিন ও জোবের আলম এ জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত দুই প্রতিষ্ঠান হলো- তানহা মেডিকেল হল ও ইম্পেরিয়াল মেডিকেল হল।

ময়মনসিংহ জেলা ওষুধ তত্ত্বাবধায়ক সাখাওয়াত হোসেন রাজু বাংলানিউজকে জানান, লাইসেন্স না থাকা ও বিক্রি নিষিদ্ধ বিদেশি ওষুধ রাখার দায়ে তানহা মেডিকেল হলকে ২০ হাজার টাকা এবং বিক্রি নিষিদ্ধ বিদেশি ওষুধ রাখার দায়ে ইম্পেরিয়াল মেডিকেল হলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময় ২১৩০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এমএএএম/জিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।