বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।
আরাফাত মুন্সীগঞ্জের চিতুলিয়া গ্রামের আল আমিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নানির সঙ্গে বাড়ির পাশের রাস্তা পারাপারের সময় একটি মোটারসাইকেলের সঙ্গে ধাক্কা খেয়ে চলন্ত অটোরিকশার নিচে পড়ে যায় আরাফাত। রাস্তায় অটোরিকশাটি উল্টে গিয়ে নারী যাত্রী আহত হন।
রক্তাক্ত অবস্থায় শিশুটিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বন্দর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ মিয়া জানান, পুলিশ অটোরিকশাটিসহ চালক বাবুকে (৩৫) আটক করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় দুপুরের পর থেকে নবীগঞ্জ-বন্দর রুটে অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
জিপি/এএসআর