ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে অটোরিকশার চাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
না’গঞ্জে অটোরিকশার চাপায় শিশু নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নূরবাগ এলাকায় রাস্তা পারাপারে সময়ে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় চার বছরের শিশু আরাফাত নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

আরাফাত মুন্সীগঞ্জের চিতুলিয়া গ্রামের আল আমিনের ছেলে।

দু’দিন আগে মা নিলা বেগমের সঙ্গে আরাফাত নানা মহিউদ্দিনের বাড়ি বেড়াতে আসে নিহত শিশুটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নানির সঙ্গে বাড়ির পাশের রাস্তা পারাপারের সময় একটি মোটারসাইকেলের সঙ্গে ধাক্কা খেয়ে চলন্ত অটোরিকশার নিচে পড়ে যায় আরাফাত। রাস্তায় অটোরিকশাটি উল্টে গিয়ে নারী যাত্রী আহত হন।

রক্তাক্ত অবস্থায় শিশুটিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্দর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ মিয়া জানান, পুলিশ অটোরিকশাটিসহ চালক বাবুকে (৩৫) আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় দুপুরের পর থেকে নবীগঞ্জ-বন্দর রুটে অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
জিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।