বৃহস্পতিবার (৩০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক লীলা রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, যেসব ব্যাংকের ২০টি বা ততোধিক এটিএম রয়েছে সেসব ব্যাংক প্রতিমাসে কমপক্ষে ২০টি এটিএম নিরীক্ষা করে নিরীক্ষা প্রতিবেদন নির্ধারিত ফরম্যাটে ন্যূনতম একবছরের জন্য নিজস্ব ব্যবস্থাপনায় সংরক্ষণ করবে।
একই প্রজ্ঞাপনে অনলাইনে হোটেল বুকিং ছাড়া অন্য সব ক্ষেত্রে POS-G Manual Key Entry Mode বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংকগুলো হোটেল নির্বাচনের ক্ষেত্রে অনলাইন বুকিংয়ের প্রয়োজনীয়তাসহ নিরাপত্তার বিষয়গুলো সতর্কতার সঙ্গে বিবেচনা করবে।
প্রত্যেকটি হোটেলে একটি ব্যাংক থেকে শুধু একটি POS G Manual Key Entry Mode চালু রাখা যাবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এসই/আরআর/টিআই