ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

ভারতে পাচার ৩ বাংলাদেশিকে হস্তান্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
ভারতে পাচার ৩ বাংলাদেশিকে হস্তান্তর ভারতে পাচার ৩ বাংলাদেশিকে হস্তান্তর-ছবি-বাংলানিউজ

বেনাপোল (যশোর): ভারতে পাচার তিন বাংলাদেশিকে ট্রাভেল পারমিট আইনে বেনাপোল চেকপোস্টে হস্তান্তর করেছে সেদেশের পুলিশ। 

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকাল ৫টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা তিনজন হলেন- দিনাজপুরের গোকুল চন্দ্র রায়ের ছেলে বাবু চন্দ্র রায় (২২), সাতক্ষীরার সোহরাব গাজীর ছেলে জাকির গাজী (২০) ও মোস্তফা গাজীর ছেলে সাইদুল ইসলাম (২৩)।

পুলিশ জানায়, ভালো কাজের কথা বলে দালালেরা তাদের সীমান্তপথে ভারতে নিয়ে যান। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কলকাতা পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। এনজিও ‘নিলুয়া’ তাদেরকে ছাড়িয়ে শেল্টার হোমে রাখে।  

পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ট্রাভেল পারমিটে তাদের ফিরিয়ে দেওয়া হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের উপ-পরিদর্শক (এসআই) ফজলুর রহমান বাংলানিউজকে জানান, আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।  

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এজেডএইচ/আরআর/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।