বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হুসেন খান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পরিদর্শক আলী আহমেদ জানান, বরিশাল নগরের চাঁদমারী এলাকার হিমিকা নীড় নামে একটি ভবনের তৃতীয় তলায় অভিযান চালানো হয়।
এ সময় প্রতিষ্ঠানের মালিক মো. রুহুল আমিন বাবুলের ছেলে ঈসমাইল জাবাঈল আলফিকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেন। একইসঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করেছেন আদালত।
বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এমএস/আরআর/এএসআর