ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

অনুমোদনহীন মিনারেল ওয়াটার কারখানা সিলগালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
অনুমোদনহীন মিনারেল ওয়াটার কারখানা সিলগালা

বরিশাল: বরিশালে অনুমোদনহীন মিনারেল ওয়াটার ও ব্যাটারির পানি তৈরির কারখানা সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল  হুসেন খান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  

আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পরিদর্শক আলী আহমেদ জানান, বরিশাল নগরের চাঁদমারী এলাকার হিমিকা নীড় নামে একটি ভবনের তৃতীয় তলায় অভিযান চালানো হয়।

যেখানে ফ্রেন্ডস পিওর ড্রিংকিং ওয়াটার ও মের্সাস হিমিকা করপোরেশন নামে একটি কারখানায় অনুমোদনবিহীন মিনারেল ওয়াটার  এবং ঢাকার একটি প্রতিষ্ঠানের নাম-ঠিকানা ব্যবহার করে ভলভো ব্যাটারির পানি উৎপাদন করার প্রমাণ পাওয়া যায়।

এ সময় প্রতিষ্ঠানের মালিক মো. রুহুল আমিন বাবুলের ছেলে ঈসমাইল জাবাঈল আলফিকে আটক করা হয়।  

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেন। একইসঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করেছেন আদালত।  

বাংলাদেশ সময়: ২২০৭  ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এমএস/আরআর/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।