ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

গবেষণা চুরির দায়ে পদাবনতি ঢাবি শিক্ষকের

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
গবেষণা চুরির দায়ে পদাবনতি ঢাবি শিক্ষকের

ঢাকা বিশ্ববিদ্যালয়: গবেষণা চুরির দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের এক সহযোগী অধ্যাপকের পদাবনতি হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে এ সিদ্ধান্ত হয় বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এছাড়া একই বৈঠকে বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

পদাবনতি পাওয়া শিক্ষক হলেন সহযোগী অধ্যাপক ড. আ জ ম কুতুবুল ইসলাম নোমানী। তাকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক করা হয়েছে।

 

সাময়িকভাবে বহিষ্কৃত দুই কর্মকর্তা হলেন- শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক শওকতুর রহমান ও সহকারী পরিচালক আবু ফয়সাল আহমেদ। তাদের বিরুদ্ধে অধিভুক্ত কলেজ শিক্ষার্থীদের খেলায় অংশগ্রহণ নিয়ে ভুল তথ্য সংবাদমাধ্যমে দেওয়ার অভিযোগ আনা হয় বলে সিন্ডিকেট সূত্রে জানা গেছে।  

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বাংলানিউজকে বলেন, গবেষণা চৌর্যবৃত্তির দায়ে ওই শিক্ষকের পদাবনতি করা হয়েছে। এছাড়া ভুল তথ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সঞ্চার করায় শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক ও এক সহকারী পরিচালককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩৩২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
এসকেবি/এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।