পদাবনতি পাওয়া শিক্ষক হলেন সহযোগী অধ্যাপক ড. আ জ ম কুতুবুল ইসলাম নোমানী। তাকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক করা হয়েছে।
সাময়িকভাবে বহিষ্কৃত দুই কর্মকর্তা হলেন- শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক শওকতুর রহমান ও সহকারী পরিচালক আবু ফয়সাল আহমেদ। তাদের বিরুদ্ধে অধিভুক্ত কলেজ শিক্ষার্থীদের খেলায় অংশগ্রহণ নিয়ে ভুল তথ্য সংবাদমাধ্যমে দেওয়ার অভিযোগ আনা হয় বলে সিন্ডিকেট সূত্রে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বাংলানিউজকে বলেন, গবেষণা চৌর্যবৃত্তির দায়ে ওই শিক্ষকের পদাবনতি করা হয়েছে। এছাড়া ভুল তথ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সঞ্চার করায় শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক ও এক সহকারী পরিচালককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৩৩২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
এসকেবি/এসআই