ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
গাইবান্ধায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

গাইবান্ধা: গাইবান্ধায় এক স্কুলছাত্রীকে (১৩) অপহরণ করে ধর্ষণের দায়ে মোস্তাফিজুর রহমান (৩৩) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো আট মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে আসামির উপস্থিতিতে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রত্নেশ্বর ভট্টাচার্য এ রায় দেন।
 
মোস্তাফিজুর রহমান জেলা সদরের মুন্সিপাড়ার মৃত মকবুল হোসেনের ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবু মো. আবদুল্লাহ কনক জানান, ২০১৪ সালের ২৪ এপ্রিল বিকেলে মোস্তাফিজুর অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করেন। পরে তাকে  ধর্ষণের পর ছেড়ে দেন তিনি।

এ ঘটনায় ১৮ দিন পর নয়জনকে আসামি করে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন ওই ছাত্রীর বাবা।  

তিনি আরো জানান, মামলার তদন্ত শেষে পুলিশ তিন যুবককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। মামলায় সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন বিচারক।

বাংলাদেশ সময়: ০৩৫২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।