ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে জমি নিয়ে বিরোধে এক ব্যক্তি খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
পলাশবাড়ীতে জমি নিয়ে বিরোধে এক ব্যক্তি খুন

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে ফুল মিয়া ব্যাপারী (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের পবনাপুর গ্রামের উত্তর পাড়ায় প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত হন তিনি। রাত পৌনে ১০টার দিকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

 

নিহত ফুল মিয়ার বাড়ি ওই একই গ্রামে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে পবনাপুর গ্রামের সাহারুল ও কালাম গংদের সঙ্গে ফুল মিয়ার পরিবারের বিরোধ চলে আসছিল। এনিয়ে সন্ধ্যায় দু’পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের সংঘর্ষ বেধে যায়। এসময় প্রতিপক্ষের লাঠির আঘাতে ফুল মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হরিণামারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এছাড়া এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৪১০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।