ফাটল দেখে আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে অনত্র বসবাস করছেন এখানকার বাসিন্দারা।
বৃহস্পতিবার (৩০ মার্চ) ফাটলের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান তরফদার।
পরিদর্শন শেষে তিনি বাংলানিউজকে বলেন, আমি বাঁশপুকুর এলাকার বেশ কয়েকটি বাড়ি-ঘরে ফাটল দেখা দিয়েছে। রাস্তা-ঘাট দেবে গেছে। বিষয়টি নিয়ে কয়লা খনি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা একটি তদন্ত কমিটি গঠন করেছে। দুই-এক দিনের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন দেবেন। প্রতিবেদন পেলেই বোঝা যাবে কি কারণে ফাটল দেখা দিয়েছে। আর আমি পরিদর্শন করে যা পেলাম তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের প্রকৌশলী হাবীব উদ্দিন বাংলানিউজকে জানান, খবর পেয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কী পরিমাণ এলাকার ক্ষতি হচ্ছে তা তদন্ত প্রতিবেদন পেলে বোঝা যাবে।
তিনি আরো জানান, আতঙ্কিত হওয়ার কিছু নেই। যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে।
স্থানীয় বৌদ্ধনাথপুর গ্রামের বাসিন্দা আফজাল হোসেন সৌরভ বাংলানিউজকে বলেন, জমি দেবে গিয়ে ফাটল দেখা দেওয়ায় স্থানীয় অনেক পরিবার বাড়ি ছেড়ে অনত্র চলে গেছে। আমাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিনে সরকারের প্রতি দাবি জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ০৫৫৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
এসআই