ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

দায়িত্ব নিলেন ইউক্রেনসহ তিন দেশের রাষ্ট্রদূত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
দায়িত্ব নিলেন ইউক্রেনসহ তিন দেশের রাষ্ট্রদূত

ঢাকা: বাংলাদেশে দায়িত্ব পালন শুরু করেছেন ইউক্রেন, জর্জিয়া ও রোমানিয়ার অনাবাসী তিন রাষ্ট্রদূত।

বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র দিয়ে দায়িত্ব শুরু করেন তারা। এসময় রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের একটি দল তাদের গার্ড অব অনার দেয়।


 
বৃহস্পতিবার (৩০ মার্চ) ধানমন্ডির পুরাতন ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ইউক্রেনের অনাবাসী রাষ্ট্রদূত ইগোর পোলিখা, জর্জিয়ার অনাবাসী রাষ্ট্রদূত আরচিল জুলিয়াসভিলি ও রোমানিয়ার অনাবাসী রাষ্ট্রদূত অক্টাভিয়ান ডোবরে।     

বাংলাদেশ সময়: ০৮২০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।