বৃহস্পতিবার (৩০ মার্চ) দিনগত রাত ১০টার দিকে টঙ্গীর বনমালা এলাকায় ঢাকা-জয়দেবপুর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
টঙ্গী রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, রাত ১০টার দিকে একটি ট্রেন পাসিংয়ের সময় কাটা পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।
ধারণা করা হচ্ছে ওই যুবক ট্রেনের যাত্রী ছিলেন। দুই বগির মাঝে বসে যাওয়ার সময় ঘুমন্ত অবস্থায় ট্রেনের নিচে পড়ে যান। এতে কাটা পড়ে তার শরীর কয়েক টুকরো হয়ে গেছে।
বাংলাদেশ সময়: ০৮৩৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
আরএস/জেডএস