শুক্রবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিতে তার বিশেষ বিমান অবতরণ করে। মোট ছয় সদস্যের এই দলে সেনাপ্রধানের স্ত্রীসহ রয়েছেন আরও চার সদস্য।
স্বাগত ও অভ্যর্থনা জানান, সেনাবাহিনীর লজিস্টিকস এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।
![বিশেষ বিমান থেকে নামছেন অতিথিরা, ছবি: জিএম মুজিবুর](http://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/Indian--bn2420170331105636.jpg)
২০১৭ সালের ১ জানুয়ারি সেনাবাহিনীর প্রধান হওয়ার পর রাওয়াতের এটিই প্রথম বিদেশ সফর। তার এ সফর দুদেশের মধ্যে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সফর বিনিময়ের একটি অংশ। এর আগে ২০১৫ সালে বাংলাদেশের সেনাপ্রধান বেলাল মোহাম্মাদ শফিউল হক ভারত সফর করেন। বাংলাদেশের বিমানবাহিনী ও নৌবাহিনী প্রধানরাও ২০১৬ সালে ভারত সফর করেন। ওই বছরেই ভারতের বিমানবাহিনী ও নৌবাহিনী প্রধানরা বাংলাদেশ সফর করেন।
![অতিথিদের স্বাগত জানানো হচ্ছে, ছবি: জিএম মুজিবুর](http://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/India--0220170331105710.jpg)
ভারতীয় সেনাবাহিনী প্রধান তিনদিনের সফরকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া সিনিয়র সামরিক কর্মকর্তাদের সঙ্গে তার মতবিনিময় করার কথা রয়েছে।
শনিবার (০১ এপ্রিল) সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ক্যান্টনমেন্টে অনুষ্ঠানে তিনি অংশ নেবেন। এরপর যাবেন বগুড়ায়। এছাড়া বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
পিএম/আইএ