শুক্রবার (৩১ মার্চ) সকালে ৯টা ৫২ মিনিটের দিকে অভিযান শুরু করেন সোয়াট সদস্যরা। সকাল পৌনে ৮টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছান।
সিলেটে রেঞ্জের ডিআইজি কামরুল আহসান জানান, জঙ্গি আস্তানায় সকাল ৯টা ৫২ মিনিটের দিকে ‘অপারেশন ম্যাক্সিমাস’ শুরু হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতভর এলাকাটি রেকি করে রাখা হয়।
এদিকে বড়হাট জঙ্গি আস্তানায় সোয়াটের অভিযানকে কেন্দ্র করে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের দু’পাশে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। সড়কে চেকপোস্ট বসিয়ে যান চলাচল সিমিত করা হয়েছে। সরিয়ে দেওয়া হচ্ছে উৎসুক জনতাকে।
পুলিশ সুপার মো. শাহজালাল অভিযান সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের বলেন, সোয়াট সদস্যরা বাড়ির পরিবেশ ও অবস্থান দেখে হয়তো চূড়ান্ত অভিযান শুরু করবেন। তবে নির্দিষ্ট করে তিনি কোনো সময়ের কথা উল্লেখ করেননি।
সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, পুলিশ যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সিলেটে আতিয়া মহলে বিস্ফোরণের অভিজ্ঞতার আলোকে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন
** বড়হাট আস্তানায় সোয়াট
**বড়হাট আস্তানায় রাতে রেকি, সকালে সোয়াটের অভিযান
** কী হয় বড়হাটে, অপেক্ষায় সবাই
**নাসিরপুরের আস্তানায় ৭-৮ জঙ্গির ছিন্নভিন্ন মরদেহ
** বড়হাটে থেমে থেমে গুলির শব্দ
** নাসিরপুরে সোয়াটের চূড়ান্ত হানা, গুলি-বোমার শব্দ
** জঙ্গি নিকাশে নাসিরপুরে ‘অপারেশন হিটব্যাক’ এ সোয়াট
** বড়হাটের জঙ্গি আস্তানার আধ কি.মি. এলাকা কর্ডন
** বড়হাটের জঙ্গি আস্তানায় ৩ জঙ্গি!
** ‘জঙ্গি বাড়ি’র মালিক সাইফুল লন্ডনে ট্যাক্সি চালান
** বড়হাট-নাসিরপুরে ১৪৪ ধারা, সোয়াটের অপেক্ষা
** থেমে থেমে গুলি ছুড়ছে জঙ্গিরা
** ২ জঙ্গি আস্তানার বাড়িই এক লন্ডনপ্রবাসীর
** দিনে দেখা যেতো না বাড়ির কাউকে
** মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় অভিযানস্থলে যাচ্ছে সোয়াট
** ২ আস্তানায় এক ডজন জঙ্গি!
** ৩ দিন রেকি করে শনাক্ত বড়হাটের জঙ্গি আস্তানা
** মৌলভীবাজারের ২ আস্তানা থেকেই গুলি-গ্রেনেড ছুড়ছে জঙ্গিরা
** মৌলভীবাজারে অভিযানস্থলে র্যাব-ফায়ার সার্ভিস
** জঙ্গিদের হাতে কোনও জিম্মি নেই!
** মৌলভীবাজারে আস্তানা থেকে গ্রেনেড ছুড়ছে জঙ্গিরা
** দুই আস্তানায় জঙ্গিদের হাতে বিপুল অস্ত্র বিস্ফোরক!
** মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় তৎপরতা আতিয়া মহলের মতোই
**নাসিরপুরে ‘অপারেশন হিটব্যাক’ শেষের পথে, তল্লাশি চলছে
**নাসিরপুরে অভিযান প্রায় শেষ, আস্তানা তল্লাশিতে সোয়াট
**খারাপ আবহাওয়ায় বিলম্বিত বড়হাট জঙ্গি আস্তানার অভিযান
**ছবিতে ঝড়বৃষ্টিতে বিঘ্নিত ‘অপারেশন হিটব্যাক’ এর চিত্র
** নাসিরপুর অভিযান শেষ হলে বড়হাটে অভিযান, ঘটনাস্থলে মনিরুল
** জঙ্গিদের ছোড়া বোমায় প্রকম্পিত নাসিরপুর
বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
জেডএস