ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

বড়হাটে কাউন্টার টেরোরিজম প্রধান মনিরুল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
বড়হাটে কাউন্টার টেরোরিজম প্রধান মনিরুল কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম-ছবি- দিপু মালাকার

বড়হাট (মৌলভীবাজার) থেকে: মৌলভীবাজার সদরের ছয় নম্বর ওয়ার্ডের বড়হাট এলাকার জঙ্গি আস্তানায় অভিযানস্থলে উপস্থিত হয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। 

শুক্রবার (৩১ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন।

এদিকে জঙ্গি আস্তানার ভবনের দিকে ফায়ার সার্ভিসের একটি গাড়ি প্রবেশ করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সিলেটে রেঞ্জের ডিআইজি কামরুল হাসান জানান, জঙ্গি আস্তানায় সকাল ৯টা ৫২ মিনিটের দিকে ‘অপারেশন ম্যাক্সিমাস’ শুরু হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতভর এলাকাটি রেকি করা হয়।

এদিকে বড়হাট জঙ্গি আস্তানায় সোয়াটের অভিযানকে কেন্দ্র করে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের দু’পাশে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। সড়কে চেকপোস্ট বসিয়ে যান চলাচল সিমিত করা হয়েছে। সরিয়ে দেওয়া হচ্ছে উৎসুক জনতাকে।  

পুলিশ সুপার মো. শাহজালাল অভিযান সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের বলেন, সোয়াট সদস্যরা বাড়ির পরিবেশ ও অবস্থান দেখে হয়তো চূড়ান্ত অভিযান শুরু করবেন। তবে নির্দিষ্ট করে তিনি কোনো সময়ের কথা উল্লেখ করেননি।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, মার্চ 
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।