ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

বড়হাটের অপারেশন ম্যাক্সিমাস (এক্সক্লুসিভ ছবি)

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
বড়হাটের অপারেশন ম্যাক্সিমাস (এক্সক্লুসিভ ছবি) অপারেশন ম্যাক্সিমাস/ছবি: দীপু মালাকার-বাংলানিউজ

মৌলভীবাজার থেকে: নাসিরপুরের অপারেশন হিটব্যাকের পর এবার মৌলভীবাজার সদরের ছয় নম্বর ওয়ার্ডের বড়হাট এলাকার জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনা করছে সোয়াট টিম।

অপারেশন ম্যাক্সিমাস/ছবি: দীপু মালাকার-বাংলানিউজশুক্রবার (৩১ মার্চ) সকাল ৯টা ৫২ মিনিট থেকে শুরু করা অভিযানের নাম দেওয়া হয়েছে অপরাশেন ম্যাক্সিমাস।

অপারেশন ম্যাক্সিমাস/ছবি: দীপু মালাকার-বাংলানিউজলন্ডনপ্রবাসী সাইফুল ইসলামের এই ডুপ্লেক্স বাড়িটিই জঙ্গি আস্তানা।

পাশের মাঠে সোয়াটের একটি গাড়িতে অবস্থান।

অপারেশন ম্যাক্সিমাস/ছবি: দীপু মালাকার-বাংলানিউজবিশেষ এ গাড়িটির মধ্যে অবস্থান নিয়ে কাছ থেকে অপারেশনের জন্য পজিশন নিয়েছেন একদল সদস্য।

অপারেশন ম্যাক্সিমাস/ছবি: দীপু মালাকার-বাংলানিউজজঙ্গি আস্তানার পাশের আরেকটি ভবনে সোয়াট টিম অবস্থান নিয়ে নজর রাখছে অপারেশনে।

অপারেশন ম্যাক্সিমাস/ছবি: দীপু মালাকার-বাংলানিউজসোয়াট টিমের সতর্ক অবস্থান।

অপারেশন ম্যাক্সিমাস/ছবি: দীপু মালাকার-বাংলানিউজজঙ্গি আস্তানার সামনের একটি প্রাচীর ছিদ্র করে অবস্থান নিয়ে গুলি চালাচ্ছে সোয়াট টিম।

অপারেশন ম্যাক্সিমাস/ছবি: দীপু মালাকার-বাংলানিউজজঙ্গি আস্তানার বাড়িটির গ্লাসে গুলির চিহ্ন।

অপারেশন ম্যাক্সিমাস/ছবি: দীপু মালাকার-বাংলানিউজঘটনাস্থলের কাছে পুলিশের বোম ডিস্পোজাল ইউনিটের গাড়ি।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।