বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে অসুস্থ জনির পরিবার স্থানীয় সাংবাদিকদের বিষয়টি জানায়। এর আগে দুপুরে বাংলা প্রথমপত্র বিষয়ে পড়া দিতে না পারায় তাকে ক্লাসে বেত্রাঘাত করা হয়।
শিক্ষার্থীর চাচা লিটন দাস বাংলানিউজকে বলেন, ক্লাসে পড়া দিতে না পারায় সহকারী গ্রন্থাগারিক জোবায়ের হোসেন অমানবিকভাবে আমার ভাতিজাকে পিটিয়ে জখম করে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
অভিযুক্ত সহকারী গ্রন্থাগারিক জোবায়ের বাংলানিউজকে বলেন, জনি বেয়াদবি করায় তাকে শাস্তি দেওয়া হয়েছে।
এ ঘটনায় প্রধান শিক্ষককের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
আরবি/