ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

রামগতিতে শিক্ষকের বেত্রাঘাতে ছাত্র আহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
রামগতিতে শিক্ষকের বেত্রাঘাতে ছাত্র আহত শিক্ষকের বেত্রাঘাতে আহত ছাত্র-ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতির বি বি কে পাইলট আদর্শ উচ্চ বিদ্যালয়ের জনি দাস (১৫) নামে নবম শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে জখম করেছে সহকারী গ্রন্থাগারিক (বাংলা বিষয়ের শিক্ষক)।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে অসুস্থ জনির পরিবার স্থানীয় সাংবাদিকদের বিষয়টি জানায়। এর আগে দুপুরে বাংলা প্রথমপত্র বিষয়ে পড়া দিতে না পারায় তাকে ক্লাসে বেত্রাঘাত করা হয়।

জনি উপজেলার চরলক্ষ্মী গ্রামের হিমাংশু দাসের ছেলে।

শিক্ষার্থীর চাচা লিটন দাস বাংলানিউজকে বলেন, ক্লাসে পড়া দিতে না পারায় সহকারী গ্রন্থাগারিক জোবায়ের হোসেন অমানবিকভাবে আমার ভাতিজাকে পিটিয়ে জখম করে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

অভিযুক্ত সহকারী গ্রন্থাগারিক জোবায়ের বাংলানিউজকে বলেন, জনি বেয়াদবি করায় তাকে শাস্তি দেওয়া হয়েছে।

এ ঘটনায় প্রধান শিক্ষককের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।