ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

আশাশুনিতে বেড়িবাঁধ ভেঙে গ্রাম প্লাবিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
আশাশুনিতে বেড়িবাঁধ ভেঙে গ্রাম প্লাবিত আশাশুনিতে বাঁধ ভেঙে দেড় শতাধিক পরিবার পানিবন্দি-ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় প্রবল জোয়ারে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে একটি গ্রাম ও দুইশ’ বিঘা জমির মৎস্য ঘের প্লাবিত হয়েছে। ফলে পানিবন্দি হয়ে পড়েছে দেড় শতাধিক পরিবার।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে যায়।  

চাকলা গ্রামের বাসিন্দা আকবর ঢালী ও আইয়ুব আলী বাংলানিউজকে জানান, রাতে প্রবল জোয়ারের চাপে কপোতাক্ষ নদের বেড়িবাঁধের প্রায় দুইশ’ ফুট এলাকা ভেঙে পড়ে।

এতে চাকলা গ্রামের দেড় শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ভেসে গেছে ওই এলাকার মৎস্য ঘের।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে কপোতাক্ষ নদের চাকলা পয়েন্টের বেড়িবাঁধ জরাজীর্ণ অবস্থায় ছিল। পানি উন্নয়ন বোর্ডকে বার বার বলা সত্ত্বেও তারা সংস্কারের উদ্যোগ না নেওয়ায় রাতে বেড়িবাঁধের প্রায় দুইশ’ ফুট এলাকা ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যায়।

তিনি আরও জানান, এলাকাবাসীকে নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রিং বাঁধ দিয়ে ভাঙন কবলিত বাঁধ সংস্কারের চেষ্টা চালানো হচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তা এখনও ঘটনাস্থল পরিদর্শন করেননি।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী বিএম আব্দুল মোমিন ও এসও সরোয়ার হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।