ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

নীলফামারীর সাংবাদিক মোশারফ হোসেন আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
নীলফামারীর সাংবাদিক মোশারফ হোসেন আর নেই

নীলফামারী: নীলফামারী প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক ইনকিলাবের নীলফামারী জেলা প্রতিনিধি সাংবাদিক মোশারফ হোসেন আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শুক্রবার (৩১ মার্চ) ভোর ৫টার দিকে নীলফামারী শহরের শাহীপাড়া এলাকার নিজ বাড়িতে তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

তিনি স্ত্রী ও দুই ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রাতে ঘুমের মধ্যে স্ট্রোক করেন মোশারফ হোসেন। এরপর নীলফামারী সদর আধুনিক হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (৩১ মার্চ) জুমার নামাজে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন, নীলফামারী পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববিসহ জেলায় কর্মরত সাংবাদিকরা গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ৩১ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।