শুক্রবার (৩১ মার্চ) ভোর ৫টার দিকে নীলফামারী শহরের শাহীপাড়া এলাকার নিজ বাড়িতে তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, রাতে ঘুমের মধ্যে স্ট্রোক করেন মোশারফ হোসেন। এরপর নীলফামারী সদর আধুনিক হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার (৩১ মার্চ) জুমার নামাজে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন, নীলফামারী পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববিসহ জেলায় কর্মরত সাংবাদিকরা গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ৩১ মার্চ, ২০১৭
আরএ