সূত্র জানায়, সাড়ে ১২টা থেকে ব্যাপক গুলির আওয়াজ শোনা যাচ্ছে।
চট্টগ্রাম রেঞ্জের পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম জানান, ‘অপারেশন স্ট্রাইক আউট’- এ অংশ নিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট, যৌথ বাহিনী।
এর আগে জঙ্গি আস্তানায় অভিযানের বিষয়ে স্থানীয়দের সতর্ক করে মাইকিং করা হয়। শুক্রবার (৩১ মার্চ) বেলা ১১টার পর সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপালী মন্ডলের নির্দেশে এ মাইকিং করা হয়।
মাইকিংয়ে স্থানীয়দের উদ্দেশ্যে বলা হয়, অভিযান শেষ না হওয়া পর্যন্ত সবাই যেন সর্তক থাকেন। সবাইকে ঘরে থাকতে অনুরোধ জানিয়ে সহযোগিতা কামনা করা হয়।
কুমিল্লা মহানগরীর সদর দক্ষিণ উপজেলার ২৪ নং ওয়ার্ডের কোটবাড়ি এলাকায় গন্ধমতি গ্রামে সন্ধান পাওয়া জঙ্গি আস্তানার আশেপাশের প্রায় ২ বর্গকি.মি. এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। সন্ধান পাওয়ার পর গত তিনদিন ধরে বাড়িটি ঘিরে রাখে কাউন্টার টেরোরিজম ইউনিট।
পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার (৩১ মার্চ) বাড়িটিতে অভিযান শুরু করেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আরও পড়ুন
**কুমিল্লায় জঙ্গি আস্তানায় ‘অপারেশন স্ট্রাইক আউট’
**কুমিল্লায় জঙ্গি আস্তানায় অভিযান শুরু
**কুমিল্লার জঙ্গি আস্তানার ২ বর্গকিমি. জুড়ে ১৪৪ ধারা
**কুমিল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও
**আটক ব্যক্তির তথ্যে কুমিল্লায় জঙ্গি আস্তানা ঘেরাও
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
জেডএস